আমাদের সম্পর্কে
অটিজিম্ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল – আমাদের এই সংস্থাটি কয়েকজন অটিস্টিক শিশুর বাবা/মায়েরা শুরু করেন। যাদের অটিজিম্ স্পেকট্রাম্ ডিসঅর্ডার (ASD) আছে, তারা যাতে শিক্ষা জগতে, চাকুরি স্থলে এবং সামাজিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারে, সেই অধিকার রক্ষার কাজ করা হয় এই সংস্থায়। অটিজিম্ সহ মানুষ এবং তার পরিবারকে দৈনন্দিন জীবনে যে সমস্যার সম্মুখীন হতে হয়, সেই বিষয়ে সচেতনতা বিস্তার করে আমরা এই কাজ করে থাকি। যাদের অটিজিম্ স্পেকট্রাম্ আছে , তাদের জীবদ্দশায় উপযুক্ত পরিষেবার সপক্ষে বলা এবং এই বিষয়ে চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা, গবেষণা সম্বন্ধীয় তথ্য সরবরাহ করা এই সংস্থার বৃহৎ কমর্ধারার বিভিন্ন অংশ ৷